ঢাকা, বৃহস্পতিবার, ২ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

পিরোজপুরে সোহরাওয়ার্দীর ৫২তম মৃত্যুবার্ষিকী পালিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৩, ডিসেম্বর ৫, ২০১৫
পিরোজপুরে সোহরাওয়ার্দীর ৫২তম মৃত্যুবার্ষিকী পালিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পিরোজপুর: গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৫২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ ডিসেম্বর) দুপুরে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের বাংলা বিভাগের মিলনায়তনে এ সভা ও দোয়ার আয়োজন করা হয়।



কলেজ ছাত্র সংসদ আয়োজিত অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ প্রফেসর লিয়াকত আলী তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইতিহাস বিভাগের প্রধান শাহীন রেজা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রধান সমরজিৎ হাওলাদার, পদার্থ বিজ্ঞানের প্রধান দেলোয়ার হোসেন, ইংরেজি বিভাগের প্রধান সদানন্দ গাইন, সাবেক ছাত্র নাজমুল ইসলাম তুহিন, কলেজ ছাত্র সংসদের ভিপি মাসুদ আহম্মেদ রানা, জিএস সাব্বির আহম্মেদ, এজিএস ইমাম হোসেন ডালিম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫১২ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।