ঢাকা: রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদ এলাকায় একটি বাড়ির সেপটিক ট্যাংক বিস্ফোরণে গুরুতর আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রোমানা আক্তার (৩০) মারা গেছেন।
শনিবার (০৫ ডিসেম্বর) দুপুরে কর্তব্যরত চিকিৎসকের বরাদ দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-১’র পুলিশ ক্যাম্পের দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) সেন্টু চন্দ্র দাশ বাংলানিউজকে বিষয়টি জানান।
তিনি বলেন, মঙ্গলবার (০১ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ফায়দাবাদ চৌরাস্তার ২৪৭ নম্বর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। একতলা পাকা বাড়িটি দু’কক্ষ বিশিষ্ট এবং সেপটিক ট্যাংকটি কক্ষমুখী ছিল। ওইদিন একই পরিবারের পাঁচজন দগ্ধ হন। তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসা হয়েছিল।
ঢামেকের চিকিৎসকরা জানান, ৫ জনের মধ্যে সবচেয়ে বেশি দগ্ধ হন রোমানা। তার শরীরে বার্ন ছিল ৬০ শতাংশ।
** রাজধানীতে বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ
বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৫
এজেডএস/ওএইচ/আইএ