সৈয়দপুর (নীলফামারী): ‘কন্যাশিশু বিয়ে দিয়ে করো নাকো ভুল, প্রত্যেকটি শিশু যেন এক-একটি ফুল’ প্রতিপাদ্য সামনে রেখে নীলফামারীর ডোমার উপজেলায় মিনা মেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৫ ডিসেম্বর) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও উপজেলা শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী এ মেলা অনুষ্ঠিত হয়।
মেলায় বাল্যবিয়ে রোধে সচেতনতা বৃদ্ধিতে র্যালি, চিত্রাঙ্কন, রচনা প্রতিযোগিতা, যেমন খুশি তেমন সাজো ও আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিহা সুলতানার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দু রাজ্জাক বসুনিয়া।
অন্যান্যদের মধ্যে জেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার সহিদুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনসুর আলী, সহকারী শিক্ষা অফিসার সোহেল শাহজাদা, শিক্ষক জুয়েল প্রমুখ বক্তব্য রাখেন। পরে শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৫
এসআর