ঢাকা, বৃহস্পতিবার, ২ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

পাওনা টাকা চাওয়ায় কুপিয়ে জখম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৪২, ডিসেম্বর ৫, ২০১৫
পাওনা টাকা চাওয়ায় কুপিয়ে জখম ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: পাওনা ১ হাজার ৫০৩ টাকা চাওয়ায় কুপিয়ে জখম করা হয়েছে দোকান মালিক ও তার ভাইকে। এসময় দোকানে ভাঙচুরও চালায় প্রতিপক্ষ।


শনিবার (০৫ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে নগরীর সাগরদিঘির পাড় শরিফ ফ্যামিলি শপে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- দোকানের মালিক মুহিবুর রহমান মজনু মিয়া (৩৩) ও তার ছোট ভাই শরিফুল হক ইমাদ (১৮)। তাদের দু’জনের হাতে ও মাথায় কোপের চিহ্ন রয়েছে।

মজনু মিয়া জানান, স্থানীয় কালা ফারুক তার দোকান থেকে বাকিতে মালামাল কিনতেন। শনিবার ফারুকের কাছে পাওনা টাকা চাইলে তার সঙ্গে তর্ক‍াতর্কি হয়। কিছুক্ষণ পর একটি মোটরসাইকেলে ফারুকসহ তিনজন দোকানে এসে তাদের চাপাতি দিয়ে কোপাতে থাকে।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

সিলেট মহানগর পুলিশের কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমদ বাংলানিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৫
এনইউ/এএএন/ওএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।