ঢাকা, বৃহস্পতিবার, ২ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

বগুড়ায় মসজিদে গুলির ঘটনায় দুইজন কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫২, ডিসেম্বর ৫, ২০১৫
বগুড়ায় মসজিদে গুলির ঘটনায় দুইজন কারাগারে ফাইল ফটো

বগুড়া: বগুড়ার শিবগঞ্জে শিয়া মসজিদে দুর্বৃত্তদের গুলিতে ১জন নিহত ও ৩জন আহতের ঘটনায় গ্রেফতার আনোয়ার হোসেন এবং জুয়েল মিয়াকে ৭ দিন রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।

শনিবার (০৫ ডিসেম্বর) দুপুরে ৭ দিনের রিমাণ্ড শেষে বগুড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২ এ দু’জনকে হাজির করা হয়।

পরে  আদালতের বিচারক কামরুজ্জামান তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মসজিদের হামলার ঘটনায় জেলা পুলিশের পক্ষ থেকে গঠিত পাঁচ সদস্যের তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডল (পূর্ব) জানান, রিমাণ্ডে জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে উল্লেখযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।
 
বাংলাদেশ সময়: ১৭৪৩ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৫
এমবিএইচ/বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।