ঢাকা: বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম সেলিমকে হত্যার হুমকি দিয়ে ই-মেইল করা হয়েছে।
‘মিশন জিহাদ’র নায়েবে আমির পরিচয়দানকারী জনৈক নিজাম উদ্দিন ই-মেইলে (uddinnizam456@yahoo.com.au) হত্যার হুমকি দেন বলে জানান মুজাহিদুল ইসলাম।
তিনি বাংলানিউজকে বলেন, শনিবার (০৫ ডিসেম্বর) দুপুরে মেইল চেক করতে গিয়ে তিনি ওই মেইলটি দেখেন। পরে রাত পৌনে ৮টায় তিনি শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নম্বর ৩০৫।
সিপিবি’র সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫ ডিসেম্বর দিবাগত রাত ১২টা ২৮ মিনিটে ই-মেইলটি আসে। সঙ্গে একটি মোবাইল নম্বরও (০১৭৪৭২৩৩০৭০) ছিলো।
হত্যার হুমকির তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে হুমকি প্রদানকারীকে শনাক্ত করে গ্রেফতারের দাবি জানায় সিপিবি।
সিপিবির সভাপতিমণ্ডলী মুজাহিদুল ইসলাম সেলিমের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে অনুরোধ জানিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৫
এমআইএইচ/এসকে/বিএস