কুমিল্লা: কুমিল্লার হোমনা ও লাকসাম পৌরসভায় ৪ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
শনিবার (৫ ডিসেম্বর) যাচাই-বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বাতিল করেছে রির্টানিং কর্মকর্তা।
লাকসামে বিএনপির বিদ্রোহী প্রার্থী উপজেলা যুবদলের সভাপতি গোলাম ফারুক, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোখলেছুর রহমান, হোমনায় স্বতন্ত্র প্রার্থী জহিরুল হক ও খোদেজা বেগমের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম বাংলানিউজকে জানান, হোমনা ও লাকসামে চার মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
হোমনা পৌরসভায় মেয়র পদে আ’লীগের প্রার্থী হিসেবে স্বেচ্ছাসেবকলীগের কেন্দ্রীয় সহ-আইন বিষয়ক সম্পাদক ও উপজেলা আ’লীগের সহ-সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম, বিএনপি প্রার্থী হিসেবে আব্দুল লতিফ, জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মো. ইসমাইল হোসেন সিরাজী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী আবদুল হাকিম এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে জহিরুল হক, খোদেজা বেগম, বিএনপির বিদ্রোহী প্রার্থী আলমগীর সরকার, বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. হানিফ মিয়া মনোনয়নপত্র জমা দেন।
লাকসামে আওয়ামীলীগ মনোনীত মেয়র প্রার্থী প্রফেসর আবুল খায়ের, বিএনপি মনোনীত প্রার্থী শাহনাজ আক্তার, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোখলেছুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ (চরমোনাই) থেকে নূর মোহাম্মদ এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে উপজেলা যুবদলের সভাপতি গোলাম ফারুক মনোনয়নপত্র দাখিল করেন।
বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৫
পিসি/