ঢাকা, বৃহস্পতিবার, ২ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ময়মনসিংহে বীর নিবাসের উদ্বোধন করলেন ধর্মমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪২, ডিসেম্বর ৫, ২০১৫
ময়মনসিংহে বীর নিবাসের উদ্বোধন করলেন ধর্মমন্ত্রী ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: ভূমিহীন ও অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য বাসস্থান নির্মাণ প্রকল্পের আওতায় ময়মনসিংহের বীর মুক্তিযোদ্ধা ও সাবেক উপজেলা কমান্ডার মো. সেলিম সরকারের বাসস্থানের (বীর নিবাস) উদ্বোধন করেছেন ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান।

শনিবার (০৫ ডিসেম্বর) দুপুরে সদর উপজেলার ৬নং চর ঈশ্বরদিয়া ইউনিয়ন গোবুদিয়া গ্রামে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) অর্থায়নে এ নিবাসের উদ্বোধন করা হয়।



পরে স্থানীয় ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।

এ সময় ৬নং চর ঈশ্বরদিয়া ইউনিয়নের চেয়াম্যান আলহাজ্ব মোর্শেদুল আলম জাহাঙ্গীর, বীর মুক্তিযোদ্ধা সেলিম সাজ্জাত প্রম‍ুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।