ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সড়কে চাপ কমাতে ব্যবহার উপযোগী করা হচ্ছে নৌপথ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৫
সড়কে চাপ কমাতে ব্যবহার উপযোগী করা হচ্ছে নৌপথ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, সড়কে যানবাহনের চাপ কমাতে নৌপথকে ব্যবহার উপযোগী করতে সরকার কাজ করে যাচ্ছে। নৌপথের ব্যবহার বাড়ালে একদিকে সড়কের ওপর চাপ কমবে অন্য দিকে মানুষ নিরাপত্তার সঙ্গে কম খরচে যাতায়াত করতে পারবে।

 
 
মন্ত্রী বলেন, এ জন্য দেশের বন্ধ থাকা নৌবন্দর নতুন করে চালুর পাশাপাশি নতুন নৌবন্দর তৈরি করা হচ্ছে। এসব নৌবন্দর চালু হলে শুধু মানুষের যাতায়াতই নয় স্বল্প খরচে মালামাল বহন করা সম্ভব হবে।
 
শনিবার (৫ ডিসেম্বর) বিকেলে সিরাজগঞ্জের শহর রক্ষা বাঁধ ও নতুন নৌবন্দর স্থাপনের নির্ধারিত স্থান পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
 
মন্ত্রী আরও বলেন, দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী নৌবন্দর স্থাপনসহ নৌপথ বৃদ্ধিতে নানা পদক্ষেপ নিয়েছেন। ইতোমধ্যে সিরাজগঞ্জে দেশের বৃহত্তম যমুনা নদী খননের কাজ চলছে। এই পাইলট প্রজেক্টের কাজ শেষ হলে দেশের অন্যান্য স্থানে নদী খননের কাজ করা হবে।  
 
পরিদর্শনকালে মন্ত্রীর সঙ্গে বিআইডব্লিইটিএ'র কর্মকর্তা ও জেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
 
মন্ত্রী পরে সিরাজগঞ্জ জেলা ট্রাক বন্দোবস্তকারী শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।  
 
জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সোহরাব আলীর সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মোহাম্মদ গোলাম কিবরিয়া, জেলা স্বার্থ রক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক ডা. জহুরুল হক রাজা, সৈয়দ আব্দুর রউফ মুক্তা, জাতীয় শ্রমিক লীগের সভাপতি আবুল হোসেন, ফজলুল মতিন মুক্তা, ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুস সালাম প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৮৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৫     
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।