ঢাকা, বৃহস্পতিবার, ২ আশ্বিন ১৪৩২, ১৮ সেপ্টেম্বর ২০২৫, ২৫ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ঢাবির বগুড়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৫, ডিসেম্বর ৫, ২০১৫
ঢাবির বগুড়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি নাজিব বেগ ও রাকিবুল হাসান

ঢাকা: ‘বগুড়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ঢাকা ইউনিভার্সিটি’ এর ২০১৫-১৬ বর্ষের কমিটি গঠন করা হয়েছে। এতে নাজিব বেগ সভাপতি ও রাকিবুল হাসান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।



কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি সাইদুর রহমান রাজু, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান কাজল, প্রচার সম্পাদক রাসেল হোসেন, দফতর সম্পাদক সাজেদুর রহমান সবুজ, কোষাধ্যক্ষ আশিক রায়হান।

সভাপতি নাজিব বেগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী এবং স্যার এ এফ রহমান হলের আবাসিক ছাত্র। রাকিবুল হাসান রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক ছাত্র।

সভায় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি রোকনুজ্জামান কবির, সাবেক সভাপতি হাসানুল হক বান্না, সাবেক সাধারণ সম্পাদক সুজন মাহমুদ,
সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, সাবেক আহ্বায়ক আহসান হাবিব প্রমুখ।

সভায় একইসঙ্গে আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৫
এসইউজে/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।