লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর ফলকন গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা সুবেদার (অব.) আবদুল মালেককে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
শনিবার (৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টায় নামাজে জানাজা শেষে গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
সেনাবাহিনীর কুমিল্লা সেনানিবাসের সেকেন্ড লে. তানভীরের নেতৃত্বে এক ব্যাটালিয়ন সেনা সদস্য কর্তৃক রাষ্ট্রীয় মর্যাদার অনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
পরে সেনাপ্রধানের পক্ষে মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদেন করে তার সংক্ষিপ্ত জীবনী পাঠ করা হয়। পরে মরহুমের স্ত্রীকে সেনাবাহিনীর পক্ষ থেকে জাতীয় পতাকা ও নগদ ৩ হাজার টাকা সহায়তা দেওয়া হয়।
এ সময় কমলনগর উপজেলা মু্ক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সফিক উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) প্রতিনিধি উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ইব্রাহিম হামিদ শাহিন, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট আনোয়ারুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ মনিরুল হক ফারুক রেজা, স্থানীয় চরফল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এএনএম আশরাফ উদ্দিন, সাহেবেরহাট ইউপি চেয়ারম্যান আবুল খায়ের ও কমলনগর থানার উপপরিদর্শক (এসআই) মো. আজাদ উদ্দিনসহ কয়েক হাজার মানুষ উপস্থিত ছিলেন।
শনিবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন মুক্তিযোদ্ধা আবদুল মালেক।
বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৫
এসআর