ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

আখাউড়ায় মুক্তিযোদ্ধা সন্তানদের প্রদীপ প্রজ্জ্বলন

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৮, ডিসেম্বর ৫, ২০১৫
আখাউড়ায় মুক্তিযোদ্ধা সন্তানদের প্রদীপ প্রজ্জ্বলন

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া মুক্ত দিবস উপলক্ষে প্রদীপ প্রজ্জ্বলন করা হয়েছে।

শনিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যায় শহরের ডাকঘরের সামনে আমরা মুক্তিযোদ্ধার সন্তান উপজেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।



আখাউড়া শহীদ স্মৃতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ জয়নাল আবেদীন এ প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সেলিম ভূইয়া, আওয়ামী লীগ নেতা আব্দুল হালিম হেলাল, মুক্তিযোদ্ধা সন্তান আনিছুজ্জামান খান, সালাউদ্দিন চৌধুরী সুমন প্রমুখ।

রোববার (৬ ডিসেম্বর) আখাউড়া মুক্ত দিবস উপলক্ষে পতাকা উত্তোলন, আনন্দ র‍্যালিসহ নানা কর্মসূচি হাতে নিয়েছে সংগঠনটি।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।