ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

পৌর নির্বাচন

গোপালগঞ্জের ২ পৌরসভায় ১৪ প্রার্থীর মনোনয়ন বাতিল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৫৬, ডিসেম্বর ৫, ২০১৫
গোপালগঞ্জের ২ পৌরসভায় ১৪ প্রার্থীর মনোনয়ন বাতিল

গোপালগঞ্জ: গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া পৌরসভায় কাউন্সিলর পদে ১১ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে তিন জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শনিবার (৫ ডিসেম্বর) দিনব্যাপী যাচাই-বাছাই শেষে স্ব-স্ব নির্বাচন অফিস তাদের মনোনয়ন বাতিল করে।



গোপালগঞ্জ পৌরসভার নয় জন কাউন্সিলর প্রার্থী, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে তিন জন প্রার্থীর মনোনয়নপত্র রির্টানিং অফিসার মমিনুর রহমান বাতিল ঘোষণা করেন।

অন্যদিকে, টুঙ্গিপাড়া পৌরসভার দুই কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রির্টানিং অফিসার আলিউজ্জামান।

জমা দেওয়া কাগজপত্র অসম্পূর্ণ ও তথ্যের মিল না থাকায় তাদের মনোনয়নপত্র সাময়িক বাতিল করা হয়। বাতিল হওয়া প্রার্থীরা সংশ্লিষ্ট কাগজপত্র তিন দিনের মধ্যে জমা দিতে পারবে।

নির্দিষ্ট সময়ের মধ্যে সংশ্লিষ্ট বা সঠিক কাগজ জমা দিতে ব্যর্থ হলে মনোনয়নপত্র চূড়ান্তভাবে বাতিল হবে বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৫    
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।