ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:১৭, ডিসেম্বর ৫, ২০১৫
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রাকচাপায় নিহত ১

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ধান বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসত ঘরে ঢুকে পড়ে এক নারীকে চাপা দিয়েছে। এতে সুরাইয়া বেগম (৩২) নামে ওই নারী ঘটনাস্থলেই নিহত নিহত হন।

এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

শনিবার (০৫ ডিসেম্বর) সন্ধ্যায় সরাইল-নাসিরনগর-লাখাই সড়কের নাসিরনগর উপজেলার কুন্ডা সিঅ্যান্ডবি পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, নাসিরনগরের ফান্দাউক থেকে ধান বোঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ১১-২৭০২) ওই সড়কে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ফরিদ খন্দকারের বসত ঘরে ঢুকে পড়ে।

এ সময় ঘরের ভেতরে থাকা ফরিদ খন্দকারের মেয়ে সুরাইয়া বেগম (৩২) ঘটনাস্থলেই মারা যান। আহত হন আরও  তিনজন।

দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জানান, এলাকাবাসী ঘাতক ট্রাকটি আটক করলেও চালক ও সহযোগী পালিয়ে গেছেন।  

বাংলাদেশ সময়: ২৩১৬ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৫
এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।