ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

শপথ নিলেন সায়রা মহসীন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৯, ডিসেম্বর ৬, ২০১৫
শপথ নিলেন সায়রা মহসীন ছবি: জাতীয় সংসদের সৌজন্যে।

ঢাকা: দশম জাতীয় সংসদে মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) প্রয়াত স্বামীর আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিয়েছেন সৈয়দা সায়রা মহসীন।

রোববার (০৬ ডিসেম্বর) বিকেলে জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে শপথ নেন তিনি।

তাকে শপথ বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সৈয়দা সায়রা মহসীন মৌলভীবাজার-৩ আসনের প্রয়াত এমপি ও সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলীর স্ত্রী।

তার মৃত্যুর পর আসনটি শূন্য ঘোষণা করে উপ-নির্বাচনের দিন নির্ধারণ করে নির্বাচন কমিশন।

উপ-নির্বাচনে আওয়ামী লীগের একমাত্র প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় সংসদের সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুল।

এ সময় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ আ স ম ফিরোজ, হুইপ মো. আতিউর রহমান আতিক, মো. শহীদুজ্জামান সরকার, মো. শাহাব উদ্দিন এবং এমপি মো. আব্দুস শহীদ প্রমুখ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
এসএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।