ঢাকা: দশম জাতীয় সংসদে মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) প্রয়াত স্বামীর আসনে সংসদ সদস্য (এমপি) হিসেবে শপথ নিয়েছেন সৈয়দা সায়রা মহসীন।
রোববার (০৬ ডিসেম্বর) বিকেলে জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে শপথ নেন তিনি।
সৈয়দা সায়রা মহসীন মৌলভীবাজার-৩ আসনের প্রয়াত এমপি ও সমাজকল্যাণ মন্ত্রী সৈয়দ মহসীন আলীর স্ত্রী।
তার মৃত্যুর পর আসনটি শূন্য ঘোষণা করে উপ-নির্বাচনের দিন নির্ধারণ করে নির্বাচন কমিশন।
উপ-নির্বাচনে আওয়ামী লীগের একমাত্র প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি।
শপথ অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় সংসদের সিনিয়র সচিব মো. আশরাফুল মকবুল।
এ সময় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া, চিফ হুইপ আ স ম ফিরোজ, হুইপ মো. আতিউর রহমান আতিক, মো. শহীদুজ্জামান সরকার, মো. শাহাব উদ্দিন এবং এমপি মো. আব্দুস শহীদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
এসএম/এমএ