ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

শার্শায় ফেনসিডিলসহ ২ নারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১৬, ডিসেম্বর ৬, ২০১৫
শার্শায় ফেনসিডিলসহ ২ নারী আটক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বেনাপোল (যশোর): যশোরের শার্শা সীমান্ত থেকে ১১০ বোতল ফেনসিডিলসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের ( র‌্যাব) সদস্যরা।

রোববার (৬ ডিসেম্বর) দুপুর ১টার দিকে শার্শার নাভরণ গাতিপাড়া গ্রামের একতা রাইস মিলের সামনে থেকে তাদের আটক করা হয়।



আটক ব্যবসায়ীরা হলেন, শার্শা উপজেলার লাউতাড়া গ্রামের নজরুল ইসলামের মেয়ে তানিয়া (২০) ও শুকুর আলীর স্ত্রী শাহানারা খাতুন (২৬)।

র‌্যাব জানায়, দুপুরে শার্শা সীমান্ত এলাকায় টহলের সময় তাদের কাছে খবর আসে দুই নারী ফেনসিডিল নিয়ে যশোরের দিকে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে তারা গাতিপাড়া গ্রামে অভিযান চালিয়ে ১১০ বোতল ফেনসিডিলসহ দুই নারীকে আটক করে। এলাকায় খোঁজ নিয়ে জানা গেছে, তারা চিহ্নিত মাদক ব্যবসায়ী।

যশোর র‌্যাব ছয় ক্যাম্পের স্কোয়াড কমান্ডার (এএসপি) মো. বজলুর রশীদ বলেন, আটক নারীদের বিরুদ্ধে ১৯৯০ স‍ালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১) টেবিল ৩ (খ) ধারায় অভিযোগ দিয়ে শার্শা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।  

বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
এএটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।