ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

চকবাজারে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৪২, ডিসেম্বর ৬, ২০১৫
চকবাজারে বিদ্যুৎষ্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ঢাকা: রাজধানীর চকবাজারের উর্দু রোডে নির্মাণধীন ভবনে বিদ্যু‍ৎষ্পৃষ্ট হয়ে  ছগির উদ্দিন (২৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রোববার (০৫ ডিসেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।



নিহত ছগির মিয়ার গ্রামের বাড়ি নোয়াখালী জেলায়। তবে পশ্চিম রামপুরার ওয়াপদা রোডে থেকে শ্রমিকের কাজ করতেন তিনি।

নিহতের সহকর্মী নুরন্নবী বাংলানিউজকে জানান, ওই এলাকার নির্মাণাধীন একটি ছয়তলা ভবনের তিনতলায় কাজ করছিলেন তারা। হঠাৎ করে ছগিরের নিচে পড়ে যাওয়ার উপক্রম হয়। এ সময় আত্মরক্ষার্থে একটি বৈদ্যুতিক তারে ধরেন তিনি।

আর ওই তারে বিদ্যুৎষ্পৃষ্ট হলে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হয়।

সেখানে কর্তব্যরত চিকিৎসকরা সন্ধ্যে ৭টার দিকে ছগিরকে মৃত ঘোষণা করেন বলে জানান তিনি। ‍

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্ট‍ু চন্দ্র দাশ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
এজডএস/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ