ঢাকা, বুধবার, ২ আশ্বিন ১৪৩২, ১৭ সেপ্টেম্বর ২০২৫, ২৪ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

ডিএসসিসির কানুনগো’র বিরুদ্ধে দুদকের মামলা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫৫, ডিসেম্বর ৬, ২০১৫
ডিএসসিসির কানুনগো’র বিরুদ্ধে দুদকের মামলা

ঢাকা: প্রায় ২৩ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কানুনগো মোহাম্মদ আলীর (সাময়িক বরখাস্ত) বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (০৬ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর রমনা মডেল থানায় মামলাটি দায়ের করেন দুদকের উপপরিচালক মো. জুলফিকার আলী।



মামলা দায়েরের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছে দুদক সূত্র।  

মামলার এজাহার সূত্রে জানা যায়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কানুনগো মোহাম্মদ আলী ২০১০ সালের ১০ জানুয়ারি কানুনগো পদে পদোন্নতি লাভ করেন। এরপর তিনি ২০১০-১১ করবর্ষে টিআইএন খোলেন। রাজস্ব বোর্ডে জমাকৃত আয়কর নথি অনুযায়ী তার ৩৬ লাখ ৩৭ হাজার ২৬৩ টাকার সম্পদ থাকার কথা।

কিন্তু চলতি বছরে দুদকের দাখিলকৃত সম্পদ বিবরণীতে তিনি মোট ৫৯ লাখ ৬ হাজার ৪১৮ টাকার সম্পদ দেখান। অর্থাৎ মোহাম্মদ আলীর আয়কর নথি ও সম্পদ বিবরণী যাচাই-বাছাই শেষে ২২ লাখ ৬৯ হাজার ১৫৫ টাকা অবৈধ সম্পদের খোঁজ পায় দুদক।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
এডিএ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।