ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বীরপ্রতীক তোফায়েল আহম্মেদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
বীরপ্রতীক তোফায়েল আহম্মেদকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনীর বীর প্রতীক তোফায়েল আহাম্মদ মজুমদারের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।
 
রোববার (৬ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার হরিপুর আলি আকবর উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


 
জানাজায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী শহীদুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আব্দুল হান্নান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ইউছুফ চৌধুরী, পাঠান নগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রফিকুল হায়দার চৌধুরী জুয়েলসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
 
এর আগে, রোববার সকালে বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে বীর প্রতীক তোফায়েল আহাম্মদ মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর।  
 
বীর প্রতীক তোফায়েল আহমেদ ছাগলনাইয়া উপজেলার পূর্ব শিলুয়া গ্রামের বাসিন্দা। মৃত্যুকালে তিনি চার ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
 
বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫     
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।