ফেনী: বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে ফেনী পাক হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে এ জেলা মুক্ত হয়েছিল।
রোববার(০৬ ডিসেম্বর) সকাল ১১টায় শহরের ট্রাংক রোড শহীদ মিনার থেকে একটি র্যালি বের হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ফের শহীদ মিনারে এসে সমাবেশে মিলিত হয়।
সেখানে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মীর আবদুল হান্নানের সভাতিত্বে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা পরিষদ প্রশাসক আজিজ আহম্মদ চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন- ফেনী সদর উপজেলা চেয়্যারম্যান ও ফেনী সদর উপজেলা চেয়্যারম্যান আবদুর রহমান বিকম, ফেনী জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর মুক্তিযোদ্ধা হাফেজ আহম্মদ, পরশুরাম উপজেলা চেয়্যারমান কামাল উদ্দিন মজুমদার।
বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
পিসি/