ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দারিদ্র দূরীকরণে মার্কিন সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪০ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
দারিদ্র দূরীকরণে মার্কিন সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, ক্ষুধা ও দারিদ্র দূরীকরণে মার্কিন সরকার বাংলাদেশের সঙ্গে কাজ করে আসছে। এ দেশের প্রতিটি মানুষ যাতে স্বাস্থ্যকর ও উৎপাদনশীল জীবন যাপন করতে পারে সে জন্য মার্কিন সরকারের এ সহযোগিতা অব্যাহত থাকবে।


 
রোববার (০৬ ডিসেম্বর) বিকেলে যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নে ইউএসএআইডি’র সহযোগিতায় পরিচালিত দুধ উৎপাদনকারী একটি প্রকল্প পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেন, যশোরে এটা আমার প্রথম সফর, ইতোমধ্যে সফরটি স্মরণীয় হয়ে উঠেছে।

তিনি বলেন, বাংলাদেশের গ্রামের প্রাকৃতিক সৌন্দয্যের এবং মানুষের আতিথেয়তার যে বর্ণণা শুনেছি তা সত্যি প্রমাণিত হয়েছে। এ সময় তিনি প্রকল্পের সঙ্গে জড়িত কর্মকর্তা ও কর্মীদের সঙ্গে কথা বলেন।

পরে যশোর শহরের ব্র্যাক লার্নিং সেন্টারে  'ফিড দ্য ফিউচার বাংলাদেশ' প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী ছায়েদুল হক।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট।

প্রধান অতিথির বক্তব্যে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী বলেন, বর্তমান সরকার মৎস্য ও প্রাণী সম্পদ উন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে। এ প্রকল্প চালু হওয়ায় দেশের দক্ষিণাঞ্চলের মানুষ উপকৃত হবেন।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।