ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দিদের ‘মেনস পার্লার’

কাজী নাজমুল হক ফয়সাল, স্টাফ করেসপন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৩ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫
ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দিদের ‘মেনস পার্লার’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: কারাগারে নারীবন্দিদের ‘বিউটি পার্লারের’ মতোই পুরুষদের জন্যও রয়েছে ‘মেনস পার্লার’। এ পার্লারে পুরুষ কারাবন্দিদের প্রশিক্ষণ দেওয়া হয়, যেনো তারা শাস্তি ভোগ করার পর কারাগার থেকে বের হয়ে নিজের কর্মসংস্থান নিজেই তৈরি করে নিতে পারেন।

এতে করে অনেক অপরাধীর নিজেকে সংশোধন করার সুযোগ তৈরি হচ্ছে।

কারাসূত্রে জানা গেছে, চলতি বছরের নভেম্বর পর্যন্ত ৩টি ব্যাচের কোর্স সম্পন্ন করে সনদপত্র দেওয়া হয়েছে। সর্বশেষ গত ২৫ নভেম্বর ৩য় ব্যাচের প্রশিক্ষণ সম্পন্নকারীদের সনদ প্রদান করা হয়। প্রতি কোর্সের মেয়াদ দুই মাস। সপ্তাহে শুক্র ও শনিবার বাদে বাকি ৫ দিনই গড়ে দেড় ঘণ্টা করে প্রশিক্ষণ চলে। প্রতি ব্যাচে ন্যূনতম ১০ জন করে কারাবন্দি প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পেয়ে থাকেন। চলমান ৪র্থ ব্যাচের কোর্সটি শুরু হয়েছে গত ২৯ নভেম্বর থেকে, এটি এখনো চলমান রয়েছে।

কারা সূত্র আরো জানায়, এ প্রশিক্ষণের জন্য সাধারণত যাদের শাস্তির মেয়াদ ৩ থেকে ৪ বছর এবং শাস্তি শেষ পর্যায়ের দিকে তাদের থেকেই বাছাই করা হয়। মেনস পার্লারে যাদের আগ্রহ তুলনামূলক বেশি বাছাইয়ে তাদেরকেই মনোনীত করা হয় প্রশিক্ষণের জন্য।

হিসেব অনুযায়ী এ পর্যন্ত ৩০ জন কারাবন্দি এ প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তাদের মধ্যে কেউ কেউ শাস্তি ভোগ শেষে নিজেই মেনজ পার্লারের ব্যবসা করছেন। আবার কেউবা উন্নতমানের মেনস পার্লারে ভালো বেতনে চাকরি করছেন। কারা কর্তৃপক্ষের দাবি, এ প্রশিক্ষণ গ্রহণকারীদের মধ্যে ন্যূনতম ৭০ শতাংশ শাস্তি ভোগ শেষে মেনজ পার্লারে কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির বাংলানিউজকে বলেন, মুক্তির পর বন্দিরা যাতে আত্মকর্মসংস্থানের মাধ্যমে সমাজে পুনর্বাসিত হতে পারেন, সে লক্ষ্যে মেনস পার্লার। এ পার্লারে বিভিন্ন ট্রেডে বন্দিদের প্রশিক্ষণ দেওয়া হয়।

কারাবন্দিদের মধ্যে মাদকাসক্তির প্রবণতা দূর করা এবং পুনর্বাসনের লক্ষ্যে একটি বেসরকারি সংস্থা থেকে কাজ করা ঢাকা কেন্দ্রীয় কারাগারের কাউন্সিলর ধর্মেন্দ্র নাথ পাল বাংলানিউজকে বলেন, আইজি প্রিজন সৈয়দ ইফতেখায়রুজ্জামানের উদ্যোগ ও তত্ত্বাবধানে চলছে মেনস পার্লারের প্রশিক্ষণ। বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং একটি জার্মান বেসরকারি সংস্থার আর্থিক সহযোগিতায় চলছে এ প্রশিক্ষণ কার্যক্রম।

করাবন্দিরা যেন শাস্তি ভোগ শেষে সংশোধন এবং পুনর্বাসিত হতে পারেন- সে লক্ষ্যে এ কার্যক্রম আরো বিস্তৃত করার সমন্বিত চিন্তা-ভাবনা করা হচ্ছে বলেও জানায় কারা কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ০৮২৯ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৫
এনএইচএফ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।