ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বছরের সবচেয়ে বেশি রাজস্ব আদায় নভেম্বরে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫
বছরের সবচেয়ে বেশি রাজস্ব আদায় নভেম্বরে

ঢাকা: জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) চলতি অর্থবছরের (২০১৫-১৬) নভেম্বর মাসে (মাস ওয়ারি) সবচেয়ে বেশি রাজস্ব আদায় করেছে।

নভেম্বরে রাজস্ব আদায় হয়েছে ১২ হাজার ৬৮ কোটি ২ লাখ টাকা।

গত অর্থবছরের একই সময়ে রাজস্ব আদায় হয়েছিলো ৯ হাজার ৭২৯ কোটি ৮৭ লাখ টাকা।

এ হিসাব অনুযায়ী, নভেম্বরে রাজস্ব প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ২৩ দশমিক ৩৪ শতাংশ। সোমবার (০৭ নভেম্বর) রাতে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান বাংলানিউজকে এ তথ্য জানিয়েছেন।

চেয়ারম্যান জানান, নভেম্বরে বেশি আদায় হয়েছে মূসক (ভ্যাট) খাতে। এ খাতে প্রবৃদ্ধির হার ৩২ দশমিক ৪৯ শতাংশ। এছাড়া, কাস্টমসে ২৬ দশমিক ৭২ শতাংশ ও আয়কর ১০ দশমিক ৭৭ শতাংশ।

ভ্যাট খাতে বেশি হওয়ার কারণ হিসেবে তিনি বলেন, কঠোর নজরদারি ও বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে অনাদায়ী রাজস্ব আদায়ে এ সাফল্য এসেছে।

আয়কর খাতে নভেম্বরে কম হওয়ার কারণ হিসেবে তিনি বলেন, দ্বিতীয় প্রান্তিকে কিস্তিতে কর জমা দেওয়ার সময় ডিসেম্বর মাসে। ডিসেম্বরে এ হার বেড়ে যাবে।

ভ্যাটে বেশি প্রবৃদ্ধি অর্জন করেছে চট্টগ্রাম ভ্যাট কমিশনারেট। এতে নভেম্বরে প্রবৃদ্ধি ১৩৮ দশমিক ৯১ শতাংশ। এছাড়া, বৃহৎ করদাতা ইউনিটে ৪০ দশমিক ৪৫ শতাংশ।

নজিবুর রহমান বলেন, নভেম্বর মাসে রাজস্ব আদায় মোট প্রবৃদ্ধিতে প্রভাব ফেলেছে। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসের আদায় প্রবৃদ্ধি প্রায় ১৪ শতাংশ।

এ বছর প্রথম চার মাসে আদায় মোট প্রবৃদ্ধি ১০ দশমিক ৪৪ শতাংশ। জুলাইয়ে দশমিক ৫৫ শতাংশ, আগস্টে ৭ দশমিক ৭২ শতাংশ ও সেপ্টেম্বরে ৯ দশমিক ৬০ শতাংশ। এ হিসেবে রাজস্ব আদায় ঊর্ধ্বমুখী।

তিনি বলেন, অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) রাজস্ব লক্ষ্যমাত্রা ৬২ হাজার ৭১৫ কোটি ৬০ লাখ টাকার বিপরীতে আদায় হয়েছে ৫৪ হাজার ৪০৭ কোটি ৬৯ লাখ টাকা।

লক্ষ্যমাত্রার চেয়ে আদায় কম হওয়ার কারণ হিসেবে তিনি বলেন, অর্থনীতির গতি অনুযায়ী অর্থবছরের শেষের অংশে রাজস্ব আদায় বেশি হয়ে থাকে। বাৎসরিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন বছরের শেষের দিকে বেশি হয়। আগের বছরগুলোতে শেষের ছয় মাসে বেশি টার্গেট ধরা হতো। বর্তমান অর্থবছরে কৌশলগত কারণে এবং কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সব মাসে সমান টার্গেট নির্ধারণ করা হয়েছে। এনবিআরের কঠোর মনিটরিংয়ের কারণে বছর শেষে রাজস্ব আদায় লক্ষ্যমাত্রাকে ছাড়িয়ে যাবে।

চেয়ারম্যান নজিবুর রহমান বলেন, এ লক্ষ্যমাত্রা অর্জনে এনবিআরের সবস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের সদিচ্ছা ও অঙ্গীকার প্রশংসনীয়।

পেট্রোবাংলা ও বিপিসিসহ সরকারি প্রতিষ্ঠান থেকে বকেয়া রাজস্ব আদায়,
মামলায় আটকা রাজস্ব আদায় হলে ঘাটতি থাকবে না বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৩৯ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৫/ আপডেট: ২৩৪৫ ঘণ্টা
আরইউ/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।