ঢাকা, শনিবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

হাইকোর্টের আদেশ অবমাননা করছে বিজেএমসি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, ডিসেম্বর ৮, ২০১৫
হাইকোর্টের আদেশ অবমাননা করছে বিজেএমসি ছবি: রাজীব/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মিল ফিরে না পাওয়ায় হাইকোর্টের আদেশ অবমাননার অভিযোগ করেছেন খুলনার আলীম জুট মিলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জগলুল মাহমুদ।

মঙ্গলবার (০৮ ডিসেম্বর) দুপুরে ঢাকা রিপোটার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন তিনি।


 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত খুলনার আলীম জুট মিলস লিমিটেড জাতীয়করণ করা হয় ১৯৭২ সালে। লোকসানের কারণে ১৯৮২ সালে মিলটি আবারও ব্যক্তি মালিকানায় ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেয় সরকার।
 
সরকারের উদ্যোগে সাড়া দিয়ে মিলটির ব্যবস্থাপনা পরিচালক মঞ্জুর মোরশেদ ফিরে পেতে বেশ কয়েকবার আবেদন করেন। ১৯৯৬ সাল পর্যন্ত নানা অজুহাতে বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন (বিজেএমসি) মালিককে ফেরত না দিয়ে বিক্রির জন্য প্রাইভেটাইজেশন বোর্ডে পাঠায় এবং সংবাদপত্রে বিজ্ঞাপন দেয়।    
 
এমতাবস্থায় ১৯৯৭ সালে হাইকোর্ট ডিভিশনে রিট পিটিশন করেন মঞ্জুর মোর্শেদ। শুনানি শেষে ১৯৯৯ সালে আলীম জুট মিলস মালিককে ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয় বিজেএমসিকে। ২০০০ সালে বিজেএমসি আবার আপিল করেন। আপিল বিভাগও ২০০২ সালে হাইকোর্টের রায় বহাল রাখেন।
 
এতেও বিজেএমসি মিলটি ফেরত দিতে গড়িমসি করতে থাকে। ২০০৯ সালে শুরুর দিকে বিজেএমসি আলীম জুট মিলস ফেরত দিতে মালিকের সঙ্গে বৈঠক করেন। ওই বছরের ১৮ মে মিলটি দেওয়ার দিনক্ষণ ঠিক হলেও ১১ মে মারা যান মালিক মঞ্জুর মোরশেদ।
 
পরবর্তীতে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে মঞ্জুর মোরশেদের ছোট ভাই জগলুল মাহমুদ মালিকানা হস্তান্তরের জন্য বিজেএমসিকে বারবার তাগিদ দিলেও হস্তান্তর করেনি। কোনো উপায় না পেয়ে ২০১২ সালে আবারও হাইকোর্টে কনটেম্প টু কোর্ট মামলা করা হয়।
 
মামলার শুনানি শেষে ২০১৪ সালের ১১ ফেব্রুয়ারি সংশ্লিষ্টদের উপস্থিতিতে চার মাসের মধ্যে মিলটি মালিকের কাছে হস্তান্তর করার নির্দেশ দেন। এ সময়ে হস্তান্তর করতে না পেরে আরও দুই মাসের সময়ের আবেদন করে বিজেএমসি। আদালত শেষ বারের মতো সময় দেন।
 
ওই বছরের ২ সেপ্টেম্বর  বিজেএমসির চেয়ারম্যান জেনারেল অব. হুমাউন খালিদ, ব্যবস্থাপনা পরিচালক তোফাজ্জেল হোসেন হাইকোর্টে হাজির হন। তবে একমাসের মধ্যে মিলটি হস্তান্তর করবেন বলে আদালতকে অবহিত করেছিলেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সচিব। এরপর প্রায় দুই বছর পেরিয়ে গেলেও মিলটি হস্তান্তর করেনি বিজেএমসি।  
 
মিলটি ফেরত পেতে চলতি বছরের ২৫ অক্টোবর অর্থমন্ত্রীর কাছে আবেদন করেন জগলুল মাহমুদ। অর্থমন্ত্রীও ফেরত দিতে পাট মন্ত্রীকে লিখিতভাবে জানানোর পরও কোনো কাজ হচ্ছে না বলে অভিযোগ করেন জগলুল।
 
বাংলাদেশ সময়: ১৩২৪ ঘণ্টা, ডিসেম্বর ০৮,২০১৫
এসই/এফবি/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।