রাজশাহী: রাজশাহীতে কর্মরত সাংবাদিকদের নিয়ে ‘প্রতিরোধযোগ্য শিশু ও মাতৃমৃত্যু’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা মঙ্গলবার (০৮ নভেম্বর) দুপুরে শেষ হয়েছে।
রাজশাহীর পর্যটন মোটেলে ভয়েস অব আমেরিকা, ইউএসআইডি ও রেডিও টুডের যৌথ আয়োজনে আয়োজিত এই কর্মশালায় ৩০ জন সাংবাদিক অংশ নেন।
দিনব্যাপী কর্মশালায় প্রতিরোধযোগ্য শিশু ও মাতৃমৃত্যুর বিভিন্ন দিকগুলো তুলে ধরা হয়।
কর্মশালা চলাকালে সাংবাদিকরা মহানগরীর নওদাপাড়ায় অবস্থিত তিলোত্তমার সূর্যের হাসি ক্লিনিক পরিদর্শন করেন। এ সময় তারা সেখানকার চিকিৎসা সেবার মান নিয়ে খোঁজ-খবর নেন।
পরে সেবা সম্পর্কে ওই ক্লিনিকে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন। সাংবাদিকরা সেখান থেকে ঘুরে এসে তার ওপর গ্রুপ ভিত্তিক প্রতিবেদন তৈরি এবং সবার সামনে তা উপস্থাপন করেন।
পরে অংশগ্রহণকারী সাংবাদিকদের সনদপত্র প্রদানের মাধ্যমে দিনব্যাপী কর্মশালাটি শেষ হয়।
কর্মশালায় উপস্থিত ছিলেন- ইউএসআইডি এনজিও হেলথ সার্ভিস ডেলিভারি প্রজেক্টের চিফ অব পার্টি ডা. হালিদা এইচ আখতার ও ভয়েস অব আমেরিকার বাংলা সার্ভিসের সাংবাদিক আনিসুল হক।
এছাড়া ভয়েস অব আমেরিকার সাউথ এশিয়া কান্ট্রি রিপ্রেজেন্টিটিভ মনোজ রায় ও ভয়েস অব আমেরিকার ঢাকা রিপোর্টিং সেন্টারের কো-অর্ডিনেটর সাকিব স্পনিল উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
এসএস/আরআই