নাটোর: নাটোর সুগার মিলের গোডাউনে চিনির বস্তা ধসে পড়ে অন্তত ৫ শ্রমিক আহত হয়েছেন।
মঙ্গলবার(০৮ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা বাংলানিউজকে জানান, দুপুরে নাটোর সুগার মিলের গোডাউনে ৪৮ জন শ্রমিক চিনির বস্তা ট্রাকে তুলছিলেন। এ সময় হঠাৎ করে উপর থেকে চিনির বস্তা নিচে ধসে পড়ে। এতে অন্তত ৫ শ্রমিক বস্তার নিচে চাপা পড়ে আহত হন। আহতদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহতরা হলেন- সদর উপজেলার মাঝদিঘা গ্রামের আব্বাস আলীর ছেলে আতিকুর রহমান, লক্ষীপুর গ্রামের নাদের মণ্ডলের ছেলে হক সাহেব, করোটা গ্রামের মজিবর রহমানের ছেলে আলাম, লালপুর উপজেলার আব্দুলপুর গ্রামের নীরেনের ছেলে মিঠুন ও রাজশাহীর বাগমাড়া থানার কসবা গ্রামের আব্দুল হানিফের ছেলে সাজেদুর রহমান।
নাটোর সুগার মিলর ব্যবস্থাপনা পরিচালক আবুল রফিককে ফোন করা হলে বাংলানিউজকে বলেন, ‘মোবাইল ফোনে কথা না বলে আপনারা অফিসে এসে তথ্য নেন। যা বলার তখনই বলব’। এ কথা বলেই তিনি মোবাইল ফোনের সংযোগ কেটে দেন।
বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, ডিসেম্বর ০৮, ২০১৫
পিসি