ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে বিশ্ব মানবাধিকার দিবসে র‌্যালি-সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
লক্ষ্মীপুরে বিশ্ব মানবাধিকার দিবসে র‌্যালি-সভা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ডিসেম্বর) সকালে সদর উপজেলা পরিষদের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়।

র‌্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এনজিও বাপসা অফিসে গিয়ে শেষ হয়।

সেখানে আলোচনা সভায় প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নুরুজ্জামান।

এ সময় বক্তব্য রাখেন বাপসার প্রোগ্রাম অফিসার ইকবাল হোসেন, ফিল্ড কো অডিনের্টর জোবেদা বেগম, সাংবাদিক রবিউল ইসলাম খান, এনজিও ইপসা’র নির্বাহী পরিচালক নুর মোহাম্মদ, নারী নেত্রী মমতাজ বেগম ও মাসুমা আক্তার প্রমুখ।

এদিকে ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অব বাংলাদেশ ফাউন্ডেশন জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করে।

এতে বক্তব্য রাখেন ফাউন্ডেশনের লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি মাওলানা এবি এম ছাইয়েদ আহমদ ও সহ সভাপতি কে এস এম সেলিম প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।