ঢাকা: ভবিষ্যৎ প্রজন্মের জ্বালানি নিরাপত্তার কথা ভেবে বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হতে বললেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
রাষ্ট্রপতি বলেন, বিশ্ব রাজনীতির পরিবর্তন এসেছে।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ-২০১৫ উপলক্ষে আয়োজিত বিদ্যুৎ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, বিদ্যুৎ ছাড়া সভ্যতা অচল। বর্তমান আধুনিক সভ্যতা পুরোপুরি বিদ্যুতের উপর নির্ভরশীল।
রাষ্ট্রপতি আবদুল হামিদ আরও বলেন, জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে সৌর ও বায়ু বিদ্যুতের দিকে জোর দিতে হবে।
এসময় বিদ্যুৎ বিভাগকে সুশাসন ও উন্নত গ্রাহকসেবার নির্দেশ দেন রাষ্ট্রপতি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিশেষ অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবং প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই- এলাহী।
বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১০. ২০১৫
ইএস/এএ