ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভবিষ্যৎ ভেবে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হোন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
ভবিষ্যৎ ভেবে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হোন ছবি : সংগৃহীত

ঢাকা: ভবিষ্যৎ প্রজন্মের জ্বালানি নিরাপত্তার কথা ভেবে বিদ্যুৎ ব্যবহারে সবাইকে সাশ্রয়ী হতে বললেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।

রাষ্ট্রপতি বলেন, বিশ্ব রাজনীতির পরিবর্তন এসেছে।

এ কারণে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার বিষয়টি মাথায় রাখতে হবে। তাদের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতের কথা চিন্তা করে আমাদের সবাইকে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে হবে।

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ-২০১৫ উপলক্ষে আয়োজিত বিদ্যুৎ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, বিদ্যুৎ ছাড়া সভ্যতা অচল। বর্তমান আধুনিক সভ্যতা পুরোপুরি বিদ্যুতের উপর নির্ভরশীল।

রাষ্ট্রপতি আবদুল হামিদ আরও বলেন, জীবাশ্ম জ্বালানির উপর নির্ভরতা কমিয়ে সৌর ও বায়ু বিদ্যুতের দিকে জোর দিতে হবে।

এসময় বিদ্যুৎ বিভাগকে সুশাসন ও উন্নত গ্রাহকসেবার নির্দেশ দেন রাষ্ট্রপতি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিশেষ অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এবং প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই- এলাহী।

বাংলাদেশ সময়: ১৭৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১০. ২০১৫
ইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।