ঢাকা: সমাজের খারাপ লোকেরা এতো শক্তি পান কোথায় বলে প্রশ্ন রেখেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এসকে) সিনহা।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি বিজয়া পুনর্মিলনী পরিষদ-২০১৫ এর উদ্যোগে আয়োজিত ‘বিজয়া পুনর্মিলনী’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সমিতির অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় প্রধান বিচারপতি বলেন, প্রত্যেক ধর্মে কিছু খারাপ লোক আছে। হিন্দু ধর্মে আছে, ইসলাম ধর্মে আছে, খ্রিস্টান ধর্মে আছে। এরা কিন্তু সংখ্যায় নগণ্য। কিন্তু তারা সময়ে সময়ে মানব সমাজে মানব ধর্মের মানুষের এতো অকল্যাণ করে, যেটা অপূরণীয়। তারা এতো শক্তি পায় কোথায়, প্রশ্ন রাখেন তিনি।
এসকে সিনহা আরও বলেন, তারা সমাজে চলাফেরা করতে পারে না- প্রকাশ্যে পারে না, কিন্তু যা ক্ষতি করার তা করছে। আমরা যদি একটু নিজেকে নিয়ে চিন্তা করি। হয়তো তারা আমার কাছ থেকে নাও পায়, আমার আত্মীয়ের কাছ থেকে কিছু প্রশ্রয় পায়। ‘ইনডিরেক্টলি’ কিছু প্রশ্রয় পায়। কিছু সহযোগিতা পায় এবং তাদের সহযোগিতায় এসব কাজ করে।
যারা সমাজে খারাপ করে, আমরা যদি তাদের বাধা দিই। তাহলে সমাজ থেকে দুর্নীতি, ঘুষ সন্ত্রাস, খুন হানাহানি এগুলো থেকে পরিত্রাণ পেতে পারি, যোগ করেন তিনি।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার, হাইকোর্ট বিভাগের বিচারপতি শামীম হাসনাইন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতিসহ আইনজীবীরা।
বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
ইএস/এসএস/এটি