ঢাকা: চশমা পরিহিত সুঠাম দেহের তরুণ শেখ মু্জিবুর রহমানকে শক্ত করে ধরে আছে দুই পাকিস্তানি সেনা। নিজেকে ছাড়াতে ধস্তাধস্তি করছেন শেখ মুজিবুর।
একটি কমিকসে এমনই সংলাপ আর চিত্রে তুলে ধরা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনের প্রথম কারাভোগের গল্প।
{কোর্ট দারোগা আমাদের হাতে হাতকড়া পরানোর হুকুম দিলেন। আমি রুখে দাঁড়ালাম। }
‘কোর্ট দারোগা: ওর হাতে হাতকড়া দাও। ’
‘শেখ মুজিব: কখনও না। ’
{সকলে আমাকে বাধা দিল, একা ওদের সঙ্গে পারলাম না। জেলে এলাম। সাবজেলে একটামাত্র ঘর। কোনো মেয়ে আসামি না থাকায় মেয়েদের ওয়ার্ডে আমাকে রাখা হল। }
বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে ‘মুজিব: গ্রাফিক নভেল ১’ নামে কমিকসটি প্রকাশ করেছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) নামে একটি সংস্থা। বঙ্গবন্ধুর আত্মজীবনীর ওপর গ্রাফিক নভেল নামে একটি কমিকস সিরিজ প্রকাশ করছে সংস্থাটি। এই বইটি সিরিজের প্রথম পর্ব।
বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) থেকে রাজধানীর বারিধারার একটি অভিজাত শপিং মলে শুরু হয়েছে ঢাকা কমিকন সম্মেলন ২০১৫। এতে চর্চা নামে একটি প্রকাশনী ‘মুজিব: গ্রাফিক নভেল ১’ কমিকসটি প্রদর্শন ও বিক্রি করছে। কমিকসটির মূল্য রাখা হচ্ছে ১৫০ টাকা।
কমিকসটির প্রকাশক রাদওয়ান মুজিব সিদ্দিক এবং নসরুল হামিদ। সম্পাদনা করেছেন শিবু কুমার শীল।
অবশ্য এই বছরের ১৭ মার্চ কমিকসটির প্রথম পর্ব প্রথম প্রকাশ হয়। এর দ্বিতীয় সংস্করণ বের হয় ৬ জুন।
সিরিজের প্রথম পর্বে বঙ্গবন্ধুর বেড়ে ওঠা, পড়াশোনা, রাজনীতিতে প্রবেশ, প্রথম জেলে যাওয়া ইত্যাদি বিষয় উঠে এসেছে।
গুলশানের বাসিন্দা জুবায়ের আলম কমিকন সম্মেলনে এসেছেন ১০ বছরের সন্তান রাফিউল আলমকে নিয়ে।
তিনি বাংলানিউজকে বলেন, শিশুদের জন্যে এই কমিকন সম্মেলনটি অসাধারণ উদ্যোগ। কমিকসের মাধ্যমে বঙ্গবন্ধুকে, বাংলাদেশকে, ইতিহাসকে জানতে পারবে তারা। আর ছবি সম্বলিত কমিকসের চরিত্র এবং ঘটনা শিশুদের মনে গেঁথে থাকে আজীবন।
ঢাকা কমিকন সম্মেলন চলবে আগামী শনিবার (১২ ডিসেম্বর) পর্যন্ত।
বাংলাদেশ সময় ১৮৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫/আপডেট ১৯৩৭ ঘণ্টা
এমএন/এইচএ/