ফরিদপুর: ‘পরিবার ও সমাজ হোক নারী ও কন্যা শিশু নির্যাতন প্রতিরোধের দূর্গ’, শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে এবং বাল্যবিয়ে প্রতিরোধে ফরিদপুরে মানববন্ধন, র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
ফরিদপুর সামাজিক প্রতিরোধ কমিটির আয়োজনে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকেল ৪টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন শেষে প্রেসক্লাব চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মহিলা পরিষদের সভাপতি অধ্যাপক শিপ্রা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন- মহিলা পরিষদ নেত্রী খাদিজা বেগম মনি, নারী নেত্রী আসমা আক্তার মুক্তা, অ্যাডভোকেট শিপ্রা গোস্মামী, ব্র্যাকের মো. জাহাঙ্গীর হোসেন, মেজনিন’র মেরুনা আকতার, হাসিনা আকতার, বিএফএফ’র আনম ফজলুল হাদি সাব্বির প্রমুখ।
আলোচনা সভা শেষে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যলয়ের সামনে গিয়ে শেষ হয়।
মানববন্ধন, আলোচনা সভা ও র্যালিতে মহিলা পরিষদ, রাসিন, ব্র্যাক, মেজনিন, একেকে, বিএফএফ, পল্লী নারীসহ বেশ কয়েকটি বেসরকারি উন্নয়ন সংস্থার সদস্যরা অংশ নেন।
বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
এসএস