রাজবাড়ী: বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ বলেছেন, ভারতে গত ২৫ বছরে ৯৯ জন সাংবাদিককে হত্যা করা হয়েছে। এখন পর্যন্ত কোনো হত্যার বিচার হয়নি।
বৃহস্পতিবার(১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজবাড়ীতে জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
বাংলাদেশ প্রেস কাউন্সিলের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় সার্কিট হাউজ মিলনায়তনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ।
স্বাগত বক্তব্যে বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার সংবাদপত্র, টেলিভিশন, সংবাদ সংস্থা এবং সাংবাদিকদের জন্য অনুসরনীয় আচরণ বিধি ১৯৯৩ (২০০২ সাল সংশোধিত) তুলে ধরেন।
সেখানে আরও বক্তব্য রাখেন- রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট খান মো. জহুরুল হক, সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিন, জেলা টেলিভিশন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক কাজী আব্দুল কুদ্দুস, দৈনিক জনতার আদালতের সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক, অনলাইন রাজবাড়ী বার্তা. কমের সম্পাদক মো. জাহাঙ্গির হোসেন ও সাংবাদিক কাজী তানভীর প্রমুখ। সভায় ৪০ সাংবাদিক অংশগ্রহন করেন।
বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
পিসি/