ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

‘বার কাউন্সিলের রুলস মানেন না আইনজীবীরা’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
‘বার কাউন্সিলের রুলস মানেন না আইনজীবীরা’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিচারিক আদালতের বিভিন্ন কোর্ট বর্জনের বিষয়টি সামনে এনে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, বার কাউন্সিলের রুলস যেগুলো আছে আপনারা (আইনজীবীরা) সেই রুলসগুলো মানেন না’।  

বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি বিজয়া পুনর্মিলনী পরিষদ-২০১৫ এর উদ্যোগে আয়োজিত ‘বিজয়া পুনর্মিলনী’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।



সমিতির অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ সভায় প্রধান বিচারপতি বলেন, এখানে ৯৫ শতাংশ বিচারক ও আইনজীবী। এখানে বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান রয়েছেন। আমরা প্রত্যেকে একই পরিবারের সদস্য। সঙ্গত কারণে বিচার বিভাগ ও আইনের শাসনের অভিভাবক হিসেবে আমি, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও অ্যাটর্নি জেনারেল রয়েছেন।

‘আজ আমরা আইনের শাসনের কথা বলি। এ কারণে আজকে এ মহান পেশা প্রবর্তন করা হয়েছে। সম্মানিত আইনজীবীদের আমি বলছি, আপনাদের কিছু দায়িত্ব রয়েছে। কিন্তু এই যদি হয়, বার কাউন্সিলের যে রুলসগুলো রয়েছে আপনারাই সেগুলো মানেন না। ’

বিচারপতি এস কে সিনহা বলেন, আমি আপনাদের কাছে আবেদন করছি, আপনারা একটু সহযোগিতা করেন। আপনাদের পেশা শুধু টাকা আর্নিংয়ের (আয়ের) জন্য নয়। যারা গরীব, যারা বিচার থেকে বঞ্চিত তাদের মামলাগুলো নিষ্পত্তি করতে হবে। প্রকৃতপক্ষে তারা কোর্টে বিচার পাচ্ছেন না।

তিনি বলেন, আমি আন্তরিকভাবে চেষ্টা করছি। আপনারা যদি সহযোগিতা না করেন সমাজ থেকে কোনোদিনই অন্যায় থেকে ন্যায় প্রতিষ্ঠা করতে পারবো না।

সভাপতির বক্তব্যে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন বলেন, মা দেবী দুর্গা মানুষের মাঝে আসেন শান্তির বার্তা নিয়ে। দেশে আজ যে অশুভ শক্তির আবিভার্ব হয়েছে, বিচার বিভাগ যদি মাথা উচু করে দাঁড়ায় তাহলে অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। জুডিশিয়ারি যদি পদানত হয়ে যায়, তার চেয়ে দুভার্গ্য আর নয়।

খন্দকার মাহবুব বলেন, আপনি প্রধান বিচারপতি হিসেবে জুডিশিয়ারিকে যেভাবে ঢেলে সাজাতে চান তাতে আমি আশাবাদী। বিচার বিভাগকে সমুন্নত করতে হবে। নিরপক্ষে ভূমিকা পালন করতে হবে। বিচারবিভাগ যদি স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করতে পারে তাহলে সমাজে অশুভ শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার, হাইকোর্ট বিভাগের বিচারপতি শামীম হাসনাইন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতিসহ আইনজীবীরা।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৫
ইএস/এসএস

** ‘খারাপ লোকেরা এতো শক্তি পান কোথায়’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।