ইউনাইটেড হাসপাতাল থেকে: রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালে ভাঙচুর পুলিশের সামনেই হয়েছে, এমন অভিযোগ করেছেন প্রতিষ্ঠানটির একজন শীর্ষ কর্মকর্তা।
শুক্রবার (১১ ডিসেম্বর) রাত ১টায় হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চিফ ক্লিনিক্যাল সার্ভিসেস ডা. মাহবুব উদ্দিন আহমেদ।
তিনি ভাঙচুরের চিত্র সাংবাদিকদের দেখিয়ে বলেন, ‘কি তাণ্ডব চালানো হয়েছে সবতো আপনারা এসে দেখতে পাচ্ছেন। ভুল বোঝাবুঝি থেকে এত বড় ঘটনা অপ্রত্যাশিত। ’
ডা. মাহবুব আরও বলেন, ‘ঘটনার সময় পুলিশও উপস্থিত ছিল। যারা ভাঙচুর করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও সুযোগ ছিলো। পুলিশের সামনে এ ঘটনা ঘটেছে। ’
রোগীর স্বজনদের সঙ্গে ভাঙচুরে অন্য কেউ যোগ দিয়েছে কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা আমি এখন বলতে চাই না। যে বা যারাই হামলা করেছে, এটা মেনে নেওয়া যায় না। হাসপাতালের সম্পদ এভাবে নষ্ট করা ঠিক হয়নি। ’
রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) দীর্ঘদিন যাবৎ চিকিৎসাধীন এক ব্যক্তিকে দেখতে না দেওয়ায় বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালে ব্যাপক ভাঙচুর চালায় বিক্ষুব্ধরা।
** রোগীর তথ্য নিয়ে লুকোচুরি, ইউনাইটেড হাসপাতাল ভাঙচুর
বাংলাদেশ সময়: ০৫০৫ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
এডিএ/এটি