চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় জাকারিয়া মণ্ডল (৩৮) নামে এক কৃষককে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার মধ্যরাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার আকুন্দবাড়িয়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে আকুন্দবাড়িয়া গ্রামে একটি বাউল গানের আসর চলছিলো। রাত ১২টার দিকে জাকারিয়া বাড়ি থেকে ওই আসরে যাওয়ার পথে অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে অপহরণ করে গ্রামের একটি মাঠে নিয়ে যায়। সেখানে তাকে এলোপাথাড়ি কুপিয়ে ও গলাকেটে মৃত্যু নিশ্চিত করে তারা পালিয়ে যায়।
হত্যার পর পালানোর সময় দুর্বৃত্তরা একটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত সটকে পড়ে। খবর পেয়ে রাতেই চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় নেয়।
শুক্রবার সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বাংলানিউজকে জানান, তাৎক্ষাণিকভাবে কি কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা বলা যাচ্ছে না। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১০০৯ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
এসএইচ