ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শিশু অন্তর হত্যার খুনিকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
শিশু অন্তর হত্যার খুনিকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মেহেরপুর: শিশু অন্তর হত্যার খুনি সবুজকে ৩৬ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে গ্রামবাসী।

শুক্রবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার সময় মেহেরপুর-কুষ্টিয়া সড়কে গাংনী উপজেলার বাওট বাজারের সামনে এ মানববন্ধন করেন গ্রামবাসী।



রাস্তার দু’পাশে আধা ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে গ্রামের কয়েক হাজার শিশু-কিশোর ও নারী পুরুষ অংশ নেন।

আওয়ামী লীগ নেতা সাহাবুল ইসলামের নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন নিহত শিশুর বাবা কাফিরুল ইসলাম, মটমুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল হাশেম, সাধারণ সম্পাদক আব্দুল বারী, আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান আতু, সামসুল আমিন, নিয়ামত আলী প্রমুখ।

বক্তরা শিশু অন্তর হত্যার প্রধান আসামি সন্ত্রাসী সবুজকে ৩৬ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানান। এ সময়ের মধ্যে আসামিকে গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলনের হুমকি দেন তারা।

এদিকে সন্ত্রাসী সবুজের খালা রোকসানা আক্তার ও খালু মিজানুর রহমানকে উত্তেজিত জনতা আটক করে রেখেছে বলে জানা গেছে।

মানববন্ধনে সবুজের আশ্রয়দাতাদের খুঁজে বের করে শাস্তির দাবি জানানো হয়।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন বাংলানিউজকে জানান, সন্ত্রাসী সবুজের নামে চাঁদাবাজি, বিস্ফোরক দ্রব্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে গাংনী থানায় পাঁচটি মামলা রয়েছে।

গাংনী উপজেলার বাওট গ্রামের সৌদী প্রবাসী কাফিরুল ইসলামের ছেলে অন্তরকে স্থানীয় সন্ত্রাসী সবুজ অপহরণ করে নির্মমভাবে হত্যা করে।

বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।