ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পদ্মা সেতু

ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত রেলপথ সম্প্রসারণের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত রেলপথ সম্প্রসারণের দাবি ছবি: সোহাগ/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পদ্মা সেতুর রেল পথ ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত সম্প্রসারণের সিদ্ধান্ত সরকারের। তবে এ রেলপথ ভাঙ্গা হয়ে বরিশাল ও কুয়াকাটা পর্যন্ত সম্প্রসারণ করার জোর দাবি জানিয়েছে পদ্মা সেতু বাস্তবায়ন আন্দোলন স্টিয়ারিং কমিটি।



শুক্রবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির মহাসচিব জিয়ায়ুল কবির দুলু।

এক অলিখিত বক্তব্যে তিনি বলেন, পদ্মা সেতু বাস্তবায়িত হলে দক্ষিণ-পশ্চিমবঙ্গের সাত কোটি মানুষের সঙ্গে রাজধানী ঢাকার সরাসরি সংযোগ ঘটবে।   

তিনি আরো্ বলেন, তাদের সংগঠনের দীর্ঘদিনের দাবি ছিল পদ্মা সেতু বাস্তবায়ন করা। এ সেতু বাস্তবায়নের ফলে এখন ঢাকা শহরের মানুষ ও যানজট কমে যাবে। রাজধানীর সঙ্গে যাতায়াতের দুই ঘণ্টা সময়ও কমে যাবে।

সংবাদ সম্মেলনে সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩১৪ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
এসএ/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।