নড়াইল: মুক্তিযুদ্ধ চলাকালীন নড়াইলে স্বাধীনতাকামী মানুষদের জবাইকারী বলে অভিযুক্ত জল্লাদ আব্দুল ওহাবকে (৮০) নাশকতা মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১১ ডিসেম্বর) ভোরে উপজেলার ফুলশ্বর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতারের পর দুপুরে আদালতে পাঠিয়েছে সদর থানা পুলিশ।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুভাষ বিশ্বাস বাংলানিউজকে জানান, নাশকতা ও পুলিশের ওপর হামলা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
মুক্তিযুদ্ধকালীন সদর উপজেলা কমান্ডার শরীফ হুমায়ুন কবীর বাংলানিউজকে জানান, শান্তি কমিটির চেয়ারম্যান রাজাকার সোলায়মানের নির্দেশে স্বাধীনতাকামী মানুষদের নড়াইল জজকোর্ট সংলগ্ন লঞ্চঘাটের পন্টুনে নিয়ে জবাই করে চিত্রা নদীতে ফেলে দিতো জল্লাদ ওহাব।
বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
আরএ