ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নারী নির্যাতন প্রতিরোধে গোপালগঞ্জে সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
নারী নির্যাতন প্রতিরোধে গোপালগঞ্জে সম্মেলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: নারী নির্যাতন প্রতিরোধ ও নারী অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে বাংলাদেশ মহিলা পরিষদের গোপালগঞ্জ জেলা শাখার প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ ডিসেম্বর) সকালে শহরের যুগশিখা সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।



জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রেশমা আক্তার হাসির সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা পরিষদের সাধারণ সম্পাদক ডা. মালেকা বানু, স্বাস্থ্য সম্পাদক নূরুল ওয়ারা বেগম, ফাতেমা বেগম, শিলা রানী বিশ্বাস, নারী নেত্রী সুরাইয়া পারভীন ও মুক্তিযোদ্ধা সরদার জাকির হোসেন খসরু প্রমুখ।

বক্তারা নারী নির্যাতন প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে তারা সমাজে নারী অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করেন।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
এএটি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।