ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

১২ ডিসেম্বর আখাউড়ায় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
১২ ডিসেম্বর আখাউড়ায় আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ

আখাউড়া(ব্রাহ্মণবাড়িয়া): শনিবার (১২ ডিসেম্বর) আগরতলায় পুর নির্বাচনের ভোট গণনার কারণে ভারতীয় ব্যবসায়ীদের সিদ্ধান্তে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের আহ্বায়ক হাসিবুল হাসান হাসিব বাংলানিউজকে বলেন, আমাদের দিক থেকে কোনো ধরনের সমস্যা নেই।

শনিবার আগরতলা পুর নির্বাচনের ভোট গণনা করা হবে। এই কারণে তারা পণ্য আমদানি করতে অনিহা প্রকাশ করেছে। তাই আগামীকাল শনিবার বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

আখাউড়া স্থলবন্দরের সহকারী শুল্ক কর্মকর্তা মিজানুর রহমান বাংলানিউজকে বলেন, শনিবার বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের চলাচল থাকবে স্বাভাবিক।

শতভাগ রপ্তানিমুখী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রতিদিন পাথর,সিমেন্ট, ছোট-বড় মাছসহ প্রায় অর্ধশতাধিক পণ্য ভারতের ত্রিপুরা রাজ্যসহ ৭টি পাহাড়ি রাজ্যে রপ্তানি হয়।

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।