ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিউটি পার্লারে গিয়ে দগ্ধ সেই গৃহবধূর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
বিউটি পার্লারে গিয়ে দগ্ধ সেই গৃহবধূর মৃত্যু ছবি: প্রতীকী

ঢাকা: ঢাকা জেলার দক্ষিণ কেরাণীগঞ্জে বিউটি পার্লারে গিয়ে দগ্ধ হওয়া শিল্পী (২৪) নামের সেই গৃহবধূর মৃত্যু হয়েছে।

শনিবার (১২ ডিসেম্বর) সকাল ১১টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।



বার্ন ইউনিটের আবাসিক সার্জন ডা. পার্থ সংকর পাল বাংলানিউজকে বলেন, শিল্পী তার শরীরের ৫০ শতাংশ বার্ন নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শনিবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার ম‍ৃত্যু হয়।

এর আগে গত ৭ ডিসেম্বর সন্ধ্যায় দক্ষিণ কেরাণীগঞ্জের চুনকুটিয়ায় কুইন বিউটি পার্লারের বাথরুমে মোমবাতির আগুন থেকে দগ্ধ হন শিল্পী।

পরে তাকে ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

মৃত শিল্পী স্বামী নাজমুল হাসান বাংলানিউজকে জানান, তারা দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় থাকেন। পারিবারিক একটি অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য তার স্ত্রী পার্লারে গিয়েছিলেন ৭ ডিসেম্বর।

‘ওই পার্লারের সাধারণ রুমগুলোতে বৈদ্যুতিক বাতির ব্যবস্থা থাকলেও বাথরুমে কোনো বাতি ছিল না। তাই মোমবাতি নিয়ে সেখানে গেলে এ দুর্ঘটনা ঘটে। ’

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
এজেডএস/এনএইচএফ/এমএ

** পার্লারে সাজতে গিয়ে গৃহবধূ দগ্ধ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।