ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পৌর নির্বাচন

গাংনীতে সরে দাঁড়ালেন বিএনপির বিদ্রোহী প্রার্থী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
গাংনীতে সরে দাঁড়ালেন বিএনপির বিদ্রোহী প্রার্থী

মেহেরপুর: মেহেরপুরের গাংনী পৌর নির্বাচনে বিএনপির বিদ্রোহী প্রার্থী আসাদুজ্জামান বাবলু নির্বাচন থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন।

শনিবার (১২ ডিসেম্বর) সকাল ১১টার গাংনী উপজেলা বিএনপির কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।



এসময় জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আমজাদ হোসেনের  উপস্থিত ছিলেন।
এসময় জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আমজাদ হোসেন, গাংনী উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হক, পৌর বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোরাদ আলী, জেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদিকা ও উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান লাইলা আরজুমান বানু উপস্থিত ছিলেন।

বিদ্রোহী প্রার্থী গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু তার বক্তব্যে বলেন, আমি সরকার বিরোধী আন্দোলন করতে গিয়ে বর্তমান সরকারের মামলা, হামলার স্বীকার হয়েছি। একাধিকবার আটক হয়ে কারাবরণ করেছি। আমি নির্বাচন করলে আমার বিজয় নিশ্চিত জেনেও আমাকে কেন্দ্র থেকে মনোনয়ন দেওয়া হয়নি। যেহেতু আমি জাতীয়তাবাদী দলের আদর্শে বিশ্বাসী। তাই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের প্রতি আস্থা রেখে এবং কেন্দ্রীয় কমিটির নির্দেশের প্রতি সম্মান দেখিয়ে আমি নির্বাচন থেকে সরে আসার ঘোষণা দিচ্ছি।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।