ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছায় বাল্যবিয়ের অপরাধে বর, বরের মামা ও বিয়ের কাজীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১২ ডিসেম্বর) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ড.উম্মে আফছারী জহুরা বাংলানিউজকে বিষয়টি জানান।
তিনি জানান, উপজেলার দুল্লা ইউনিয়নের বিন্নকুড়ি গ্রামে শুক্রবার (১১ ডিসেম্বর) রাতে অপ্রাপ্তবয়স্ক এক মেয়েকে বিয়ে দেওয়া হচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তিনি মুক্তাগাছা থানা পুলিশকে সঙ্গে নিয়ে সেখানে অভিযান পরিচালনা করেন।
বিয়ের কাজী আছাদুজ্জামানকে ২০ দিন, বর তারিফকে সাত দিন ও বরের মামা সুমনকে সাত দিন করে কারাদণ্ড দেওয়া হয়।
পরে শনিবার দুপুরে তাদের ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।
বাংলাদেশ সময়: ১৮৩৫ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
ওএইচ/এসএস