ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে নারী উন্নয়ন ফোরামের সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
রাজশাহীতে নারী উন্নয়ন ফোরামের সম্মেলন

রাজশাহী: উপজেলা গভর্নেন্স প্রজেক্ট’র আওতা রাজশাহী বিভাগীয় নারী উন্নয়ন ফোরামের আঞ্চলিক সম্মেলন-২০১৫’র উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১২ ডিসেম্বর) নগরীর শিল্পকলা একাডেমিতে বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমদ সম্মেলনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।



স্থানীয় সরকার রাজশাহী বিভাগের পরিচালক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে রাজশাহী জেলা প্রশাসক মোহাম্মদ মেসবাহ উদ্দীন চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী মিসেস শাহীন আক্তার, ডিভিশনাল ফ্যাসিলিটেটর এম রফিকুল ইসলাম, বিভাগীয় কমিশনার কার্যালয়ের উপ-পরিচালক শাওগাতুল আলম, জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি সুফিয়া বেগম ও ঈশ্বরদী উপজেলার নারী উন্নয়ন ফোরামের সাধারণ সম্পাদক মাহজারিন শিরিন পিয়া বক্তব্য রাখেন।

নারীদের ঘরে বসে থাকলে চলবে না, দেশের উন্নয়নের স্বার্থে সব ক্ষেত্রে তাদের এগিয়ে আসার আহ্বানও জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ২১৫৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৫
এসএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।