ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

যশোরে গণপিটুনিতে গরু চোরের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩১ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
যশোরে গণপিটুনিতে গরু চোরের মৃত্যু

যশোর: যশোরে গণপিটুনিতে সুমন (২৫) নামে এক গরু চোর মারা গেছেন। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন।



বুধবার (৩০ ডিসেম্বর) ভোরে সদর উপজেলার মথুরাপুর গ্রামে এ ঘটনা ঘটে। সুমনের বাড়ি বাগেরহাট সদর উপজেলায়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আককাস বাংলানিউজকে বলেন, বুধবার ভোররাতে একটি চোরচক্র পিকআপ নিয়ে মথুরাপুর গ্রামে গরু চুরি করতে যায়। গ্রামের রবিউলের বাড়িতে হানা দিয়ে গরু চুরির চেষ্টা করলে বাড়ির লোকজন টের চিৎকার করে। এসময় গ্রামবাসী গণপিটুনি দিলে চোর চক্রের সদস্য সুমন মারা যায় ও শহিদুল আহত হয়। এ সময় বাড়ি মালিক রবিউলের স্ত্রী হ্যাপীও আহত হন।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, ডিসেম্বর ৩০, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।