ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে মাদকবিরোধী প্রচারাভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৬
মাদারীপুরে মাদকবিরোধী প্রচারাভিযান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মাদারীপুর: মাদারীপুরে মাসব্যাপী মাদকবিরোধী অভিযান ও প্রচারণা শুরু হয়েছে।

শনিবার (০২ জানুয়ারি) সকালে সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নের মুক্তিসেনা হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে এ আনুষ্ঠানিক শুরু হয়।



এর আগে, শহরের স্বাধীনতা অঙ্গণ থেকে জেলা প্রশাসন ও মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের আয়োজনে মাদকবিরোধী একটি র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পাবলিক লাইব্রেরিতে গিয়ে শেষ হয়।

মাদারীপুরের জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান।

বিশেষ অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. শাহ কামাল, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অতিরিক্ত সচিব মো. আমির হোসেন ও মাদারীপুরের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সরোয়ার হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মুক্তিসেনা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ আবুল বাশার মিয়া। অনুষ্ঠানে বাংলাদেশ স্কাউটের খুদে সদস্যরা ডিসপ্লে, জারিগান ও নৃত্য পরিবেশন করে।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, জানুয়ারি ০২, ০২১৬
এএটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।