ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় ২ বখাটে কারাগারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৬
স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করায় ২ বখাটে কারাগারে ছবি: প্রতীকী

লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারীতে স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার অপরাধে দুই বখাটে যুবককে ভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জহুরুল ইসলাম এ নির্দেশ দেন।


 
এদের মধ্যে আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের কিসামত বড়াইবাড়ি গ্রামের খগেন্দ্র নাথের ছেলে বিপুল চন্দ্রকে (২১) ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একই গ্রামের অনীল চন্দ্রের ছেলে পলাশ চন্দ্রকে (১৮) দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আদিতমারী থানার উপপরিদর্শক(এসআই) শাহীন আকতার বাংলানিউজকে জানান, শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে আদিতমারী কান্তেশ্বর বর্ম্মণ বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীকে বাড়ি ফেরার পথে আটকে শ্লীনতাহানির চেষ্টা করে ওই দুই বখাটে।
 
এ সময় ছাত্রীটির চিৎকারে স্থানীয়রা ছুটে এসে ছাত্রীকে উদ্ধার ও বখাটেদের আটক করে পুলিশে দেয়। পরে রাতে ভ্রাম্যমাণ আদালত তাদের এ সাজার নির্দেশ দেয়।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুস সোবহান বাংলানিউজকে জানান, দুই বখাটেকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।