ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজধানীর মিরপুরে দুইজন গুলিবিদ্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৪ ঘণ্টা, জানুয়ারি ২, ২০১৬
রাজধানীর মিরপুরে দুইজন গুলিবিদ্ধ ছবি: শাকিল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢামেক থেকে: রাজধানীর মিরপুরে অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় গুলিবিদ্ধ হয়েছেন স্থানীয় একটি কেবল নেটওয়ার্ক প্রতিষ্ঠানের (ডিশ সংযোগ) দুই কর্মী। আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।



শনিবার (জানুয়ারি ০২) রাত দশটায় মিরপুরের পীরের বাগের বোম্বাই গলিতে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দুইজন হলেন নূর মোহাম্মদ বিজয় (২২) ও আব্বাস (২৮)।

আহত নূর মোহাম্মদ বাংলানিউজকে জানান তারা দু’জনই দক্ষিণ পীরের বাগের বাসিন্দা এবং স্থানীয় কেবল নেটওয়ার্ক একটি প্রতিষ্ঠানের কর্মচারী। রাত দশটার দিকে বোম্বাই গলিতে ডিশ লাইনে কাজ করার সময় কে বা কারা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে তার পেটে এবং আব্বাসের হাতে গুলি লাগে। এ সময় দুইজনকে উদ্ধার করে ঢামেকে নিয়ে আসেন স্থানীয়রা।

পুলিশের ঢামেক মেডিকেল ক্যাম্পের ইনচার্জ এএসআই (সহকারী উপ পরিদর্শক) সেন্টু চন্দ্র দাশ জানান আহত দুই জনই বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ২২৫৪ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৫
আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।