খুলনা: খুলনায় যাত্রীবাহী বাস উল্টে ৩০ যাত্রী আহত হয়েছেন। রোববার (৩ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে জেলার রূপসা উপজেলার জয়পুর এলাকার একটেল টাওয়ারের সামনে খুলনা-মংলা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগীরা জানান, রূপসা বাসস্ট্যান্ড থেকে মোল্লাহাটের উদ্দেশ্যে চট্টগ্রাম জ-১১৯৬ যাত্রীবাহী বাসটি রওনা হলে পথে রূপালী সি ফুডস্ সংলগ্ন জয়পুর এলাকায় প্রধান সড়কের ওপর বাসটির সামনের চাকার নাকাল ভেঙে চাকা খুলে যায়।
এসময় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উত্তর পাশে মেহগনি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে পড়ে। এতে অন্তত ৩০ জন যাত্রী আহত হন।
স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল্লাহ বাংলানিউজকে জানান, আহতদের মধ্যে দিলরুবা (৩৫), মৌসুমিসহ (৩৮) ১০/১৫ জনকে আশপাশের লোকজন উদ্ধার করে আব্দুল ওয়াদুদ মেমোরিয়াল, রূপসার স্থানীয় একটি ক্লিনিক ও খুলনা সদর হাসপাতালে পাঠান। তাদের অনেকের অবস্থা আশংকাজনক।
এদিকে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, জানুয়ারি ৩, ২০১৫
এমআরএম/জেডএস