ঢাকা: কেঁপে উঠলো বাংলাদেশ। রাজধানীসহ দেশের কয়েকটি এলাকা থেকে ভূমিকম্পে কেঁপে ওঠার খবর পাওয়া যাচ্ছে।
সোমবার (০৪ জানুয়ারি) ভোর ৫টা ৭ মিনিটে এ কম্পণ অনুভূত হয়। কয়েক সেকেণ্ড ধরে এ কম্পণ অব্যাহত থাকে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল ঢাকা থেকে ৩৫১ কিলোমিটার দূরে ভারতের মণিপুর রাজ্যের ইম্ফলে ভূপৃষ্ঠ থেকে ৩৫ কিলোমিটার গভীরে।
রাজধানী ঢাকা ছাড়াও ময়মনসিংহ, চট্টগ্রাম, সিলেট, বগুড়া, খুলনা, নওগাঁসহ দেশের বিভিন্ন এলাকা থেকে ভূমিকম্পের খবর জানাচ্ছেন বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট, ব্যুরো ও ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টরা।
এখন পর্যন্ত এ ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও রাজধানীসহ সারা দেশে যেসব এলাকায় কম্পণ অনুভূত হয়েছে, সব জায়গায় মানুষ আতঙ্কিত হয়ে সড়কে বেরিয়ে এসেছেন।
বাংলাদেশ সময়: ০৫১৪ ঘণ্টা, জানুয়ারি ০৪, ২০১৬/আপডেট: ০৬১৮ ঘণ্টা
আরএইচ
** কেঁপে উঠলো বাংলাদেশ